ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সর্বমোট পঠিত : 46 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সভায় ইউএনও মো. আশরাফুল রাসেল বলেন, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব। তিনি প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণবিধি মেনে চলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল রাসেল। এতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলের প্রতিনিধি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিনের প্রতিনিধি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আতাউর রহমান।

সভায় ইউএনও মো. আশরাফুল রাসেল বলেন, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব। তিনি প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণবিধি মেনে চলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় বক্তারা নির্বাচনী প্রচারণায় বিধি লঙ্ঘন না করা, সহনশীল আচরণ বজায় রাখা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সঠিক তথ্য প্রদান করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় নির্বাচনী সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি