ডিমের ন্যায্য মূল্য আদায়ের দাবীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সর্বমোট পঠিত : 27 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ সময় বক্তারা বলেন- দেশে আমিষ ও ডিমের মোট চাহিদার শতকরা ৮০ ভাগ চাহিদা প্রান্তিক খামারীরা পূরণ করে। প্রান্তিক খামারীদের ধ্বংস করে দেওয়ার জন্য বড় কোম্পানিগুলো তাদের ইচ্ছা মতো খাদ্যের দাম বাড়িয়ে দেয় এবং ডিম ও মুরগীর বাচ্চার দাম কমিয়ে দেয়। এতে প্রান্তিক খামারীরা ক্ষতির মুখে পরছে। বাংলাদেশের পোল্ট্রি খাতকে সিন্ডিকেট মুক্ত করার জন্য ভোক্তা অধিকার অধিদপ্তর ও সরকারের সহযোগিতা কামনা করেন।

জামালপুরে ডিমের ন্যায্য মূল্য আদায়ের দাবীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পিটিআই মসজিদের সামনে থেকে প্রান্তিক পর্যায়ের খামারীদের ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে রাজু এন্টারপ্রাইজের মালিক খামারী রাজু আহমেদের সভাপতিত্বে খামারী মাসুদ মিয়া, শিপন মিয়া, সোহেল মিয়া, জুয়েল, শামীমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন- দেশে আমিষ ও ডিমের মোট চাহিদার শতকরা ৮০ ভাগ চাহিদা প্রান্তিক খামারীরা পূরণ করে। প্রান্তিক খামারীদের ধ্বংস করে দেওয়ার জন্য বড় কোম্পানিগুলো তাদের ইচ্ছা মতো খাদ্যের দাম বাড়িয়ে দেয় এবং ডিম ও মুরগীর বাচ্চার দাম কমিয়ে দেয়। এতে প্রান্তিক খামারীরা ক্ষতির মুখে পরছে। বাংলাদেশের পোল্ট্রি খাতকে সিন্ডিকেট মুক্ত করার জন্য ভোক্তা অধিকার অধিদপ্তর ও সরকারের সহযোগিতা কামনা করেন।

অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেয় বক্তারা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি