এসময় জেলার বৃহৎ যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে জাতীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে যুবদের সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরির সুযোগ,প্রশিক্ষণ সুবিধা এবং কর্মসংস্থানমুখী উদ্যোগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
নেত্রকোণায় যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণায় যুবদের কর্মদক্ষ করে গড়ে তুলে দেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করার উদ্দেশ্যে যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা হয়েছে।
সোমবার বেলা সাড়ে এগারোটায় স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে রেজিলিয়েন্স,এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় টিটিসির সভাকক্ষে এই কর্মশালা হয়।
কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন,সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ্ আলম,জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পাল,এসডিএফের জেলা ব্যবস্থাপক মোশারফ হোসেনসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবরা উপস্থিত ছিলেন।
এসময় জেলার বৃহৎ যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে জাতীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে যুবদের সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরির সুযোগ,প্রশিক্ষণ সুবিধা এবং কর্মসংস্থানমুখী উদ্যোগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
মন্তব্য