ডিসি-এসপিদের পদায়ন নিয়ে প্রেস সচিব বলেন, ‘কীভাবে পদায়ন যাতে র্যানডমলি দেওয়া হয় সে বিষয়ে কথা হয়েছে। যিনি সবচেয়ে বেশি ফিট, তাকে দেওয়া হবে সবচেয়ে বেশি ভারনারেবল (ঝুঁকিপূর্ণ) জায়গায় এগুলো র্যানডমলি সিলেক্ট করা হবে, যাতে সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারেন সে বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, যেকোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রস্তুত থাকি।’
১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষের নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রেস সচিব বলেন, ‘আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।’
প্রবাসী ভোটের বিষয়ে তিনি বলেন, ‘প্রবাসী ভাই-বোনদের জন্য ডাইসপোরা অ্যাপ তৈরি হচ্ছে। যারা জেলে আছেন, যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন সরকারি-বেসরকারি সবার ভোটের ব্যবস্থা হবে অ্যাপের মাধ্যমে।’
সামাজিক মাধ্যমে অপপ্রচার নিয়ে প্রেস সচিব বলেন, ‘নির্বাচনে সোশাল মিডিয়ায় অপপ্রচার চলবে। এগুলো অপপ্রচার যেভাবেই হোক ঠেকাতে হবে। এআই দিয়ে বানানো ভিডিও দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হতে পারে।’
শফিকুল আলম বলেন, ‘দেশের বাইরে ও মধ্যে থেকেই নির্বাচন বানচালের জন্য বড় রকমের চেষ্টা করা হতে পারে। যেভাবেই হোক এগুলো ঠেকাতে হবে। পতিত স্বৈরাচার ও তার দোসররা চায় না এদেশে একটি ফ্রি-ফেয়ার, ইলেকশন হোক। ওরা চায় দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি হোক।’
ডিসি-এসপিদের পদায়ন নিয়ে প্রেস সচিব বলেন, ‘কীভাবে পদায়ন যাতে র্যানডমলি দেওয়া হয় সে বিষয়ে কথা হয়েছে। যিনি সবচেয়ে বেশি ফিট, তাকে দেওয়া হবে সবচেয়ে বেশি ভারনারেবল (ঝুঁকিপূর্ণ) জায়গায় এগুলো র্যানডমলি সিলেক্ট করা হবে, যাতে সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারেন সে বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, যেকোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রস্তুত থাকি।’
এ নিয়ে প্রেস সচিব আরও বলেন, ‘পদায়নের ক্ষেত্রে কেউ নিজ জেলায় যাবে না। কারো যদি আত্মীয় বা শ্বশুরবাড়িও থাকে, তাহলে তার সেখানে পোস্টিং হবে না। আরেকটি বিষয় দেখা হবে, সেটি হলো তাদের কোনো আত্মীয় প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা। পদায়নের ক্ষেত্রে এই বিষয়টি খুবই লক্ষ্য রাখা হবে। যে কর্মসূচি সেটা নভেম্বর থেকে শুরু হবে।’
জেলার এসপিদের পদায়নে বিষয়ে পুলিশের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘পুলিশের পদায়নের বিষয়ে পুলিশের তরফ থেকে একইভাবে ঠিক করা হয়েছে বলে মো. জাহাঙ্গীরও জানিয়েছেন। একইভাবে কাকে কোথায় পোস্টিং দেওয়া হবে এরই মধ্যে তারা ৬৪ জনের একটি লিস্টও করে ফেলেছেন। এটা যাতে সর্বোচ্চ নিরপেক্ষভাবে হয় সেটা প্রধান উপদেষ্টা বার বার বলেছেন।’
সামাজিক মাধ্যম নিয়ে প্রেস সচিব আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক আলাপ হয়েছে। সামাজিক মাধ্যমে আপনারা জানেন, কীভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে। সেটি নিয়ে আজকের মিটিং বড় ধরনের আলাপ হয়েছে। এ নিয়ে দুটি কমিটি গঠনের কথা বলা হয়েছে।’
মন্তব্য