ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি: ইসি

সর্বমোট পঠিত : 465 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ইসি সচিব বলেন, গড়ে প্রতি ৩ হাজার ভোটার অনুযায়ী একটি কেন্দ্র ঠিক করা হয়েছে। ফলে গত নির্বাচনের তুলনায় কেন্দ্রের সংখ্যা বেড়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র থাকবে ৪২ হাজার ৭৬১টি। ভোট কক্ষ থাকবে মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯ টি। যেখানে পুরুষ ভোট কক্ষের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী কক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। অস্থায়ী কেন্দ্র থাকবে ১৪টি এবং অস্থায়ী কক্ষের সংখ্যা ১২ হাজার। 

আজ সোমবার দুপুর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, গড়ে প্রতি ৩ হাজার ভোটার অনুযায়ী একটি কেন্দ্র ঠিক করা হয়েছে। ফলে গত নির্বাচনের তুলনায় কেন্দ্রের সংখ্যা বেড়েছে।

আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত ২২টি নতুন দলকে মনোনয়নযোগ্য মনে করছে ইসি। এছাড়া আরও কয়েকটি দলকে অধিকতর তদন্তের মধ্যে রাখা হয়েছে।

ইসি সচিব বলেন, পর্যবেক্ষক সংস্থার সংখ্যা নিয়ে পরবর্তীতে জানানো হবে। এ ছাড়া নতুন দলকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতীক দেওয়া হবে।

তিনি আরও জানান, এনসিপির শাপলা প্রতীক নিয়ে আগের সিদ্ধান্তে আছে কমিশন। এদিকে আরপিও নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি