শেরপুরে স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

সর্বমোট পঠিত : 226 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম সন্ধায় সাংবাদিকদের বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুরে ছোট ভাইয়ের স্ত্রীর সাথে বড় ভাইয়ের পরকীয়া চলছে এমন সন্দেহে দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম একাব্বর মিয়া (২৮)। সে ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে। 

২৮ অক্টোবর মঙ্গলবার সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী এলাকায় হামলার ঘটনা ঘটে এবং দুপুরে একাব্বর মিয়া মারা যায়। তারা দুইজন দুই মায়ের সন্তান। ছোটভাই ফারুক মিয়া তৃতীয় স্ত্রীর ছেলে। এঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত একাব্বরের সাথে ফারুক মিয়ার স্ত্রীর পরকীয়া সম্পর্ক আছে এমন সন্দেহ করছিলো ফারুক। এই বিষয়টি সবার মধ্যে জানাজানি হলে মাঝেমধ্যেই ঝগড়া হতো তাদের। মঙ্গলবার সকালেও ওই বিষয় নিয়ে স্ত্রীর সাথে আবার ঝগড়া হয়। এ বিষয় নিয়ে বড় ভাই একাব্বর ঝগড়ায় অংশ নেয়। এতে ক্ষিপ্ত হয়ে ফারুক তার বড় ভাই একাব্বরকে ঘরের ভেতরেই ধারালো রামদা দিয়ে এলোপাথাড়িভাবে কোপ দিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রমা জানান, একাব্বরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের ক্ষত ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম সন্ধায় সাংবাদিকদের বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে পরকীয়ার বিষয়ে অভিযুক্ত ফারুকের স্ত্রী মাকসুদা বেগম অস্বীকার করে বলেন, আমার সাথে কোন সম্পর্ক নেই বরং ফারুক নেশাগ্রস্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি