জামালপুরে কাভার্ড ভ্যান চাপায় নিহত বেড়ে ৪

সর্বমোট পঠিত : 433 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রত্যক্ষদর্শীদের বরাতে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে দিগপাইতগামী একটি কাভার্ড ভ্যান অর্থনৈতিক অঞ্চলের সামনে এলে অপরদিক থেকে আসা জামালপুরগামী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাশেদ। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে নেওয়ার পথে মারা যায় আরও তিনজন। আর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসকেরা।

জামালপুর সদরে আদর্শ বটতলা এলাকায় অটোরিকশায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও চার যাত্রী। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ওই এলাকার অর্থনৈতিক অঞ্চলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া, চান মিয়া ও আরিফা খাতুন এবং অজ্ঞাত এক নারী। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে দিগপাইতগামী একটি কাভার্ড ভ্যান অর্থনৈতিক অঞ্চলের সামনে এলে অপরদিক থেকে আসা জামালপুরগামী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাশেদ। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে নেওয়ার পথে মারা যায় আরও তিনজন। আর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসকেরা।

ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটিকে আটক করে স্থানীয়রা। তবে পালিয়ে যায় ভ্যানটির চালক ও হেলপার। আর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি