সরিষাবাড়ীতে তারেক রহমানএর ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ

সর্বমোট পঠিত : 453 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ সময় শামীম তালুকদার, "আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য সামনের নির্বাচনে মনোনয়ন ভাবনা, সরকার গঠনের লক্ষ্য এবং দেশ পরিচালনায় তারেক রহমানের চিন্তাভাবনা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সম্প্রতি বিবিসি বাংলায় তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে সুস্পষ্ট ও গুরুত্বপূর্ণ বিষয়াবলি উঠে এসেছে।"

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানএর ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সম্ভাব্য প্রার্থী ব্যারিষ্টার সালিমা বেগম আরুনী এবং ফরিদুল কবির তালুকদার শামীম এ কর্মসূচী পালন করেন। 

শনিবার দুপুরে বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা বেগম আরুনী দিগপাই উপশহর, মহাদান ইউনিয়ন পরিষদের সামনে, সানাকৈর বাজার, বাউসী বাজার এলাকায় গনসংযোগ কালে এই লিফলেট বিতরণ করেন। গনসংযোগ কালে আরও বক্তব্য রাখেন, মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সহধর্মিনী মাহমুদা সালাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল কবির তালুকদার হুমায়ুন, নূরুজ্জামান তালুকদার বাবু, সরিষাবাড়ী কলেজের সাবেক ভিপি শহীদুল্লাহ শহীদ প্রমূখ। 

বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর বর্ণাঢ়্য মোটরসাইকেল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত নেতাকর্মীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সালিমা বেগম আরুনী বলেন, আমার পিতা সাবেক বিএনপি’র মহাসচিব মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারএর স্মৃতি মনে করে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তা আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা সুন্দর সরিষাবাড়ী গড়ে তুলবো। 

অপরদিকে, শুক্রবার রাতে বিবিসি বাংলার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন কালে মন্ত্রমুদ্ধ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানএর ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরনের পর আরামনগর বাজার ছাগলহাটিতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম এই প্রদর্শনীর আয়োজন করেন। 

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলনসহ সিনিয়র নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ দর্শক উপস্থিত ছিলেন। এ ছাড়াও পৌর বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শাহীন ও সাধারন সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর নেতৃত্বে বাউসী বাজার এলাকায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

এ সময় শামীম তালুকদার, "আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য সামনের নির্বাচনে মনোনয়ন ভাবনা, সরকার গঠনের লক্ষ্য এবং দেশ পরিচালনায় তারেক রহমানের চিন্তাভাবনা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সম্প্রতি বিবিসি বাংলায় তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে সুস্পষ্ট ও গুরুত্বপূর্ণ বিষয়াবলি উঠে এসেছে।"

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি