নেতাকর্মীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সালিমা বেগম আরুনী বলেন, “সরিষাবাড়ীর মানুষের প্রতি আমার পিতা সাবেক বিএনপি’র মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লীউন্নয়ন এবং সমবায় মন্ত্রানালয়ের মন্ত্রী প্রয়াত ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারএর যে ভালোবাসা ও স্বপ্নছিল, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানএর আদর্শে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানএর ৩১ দফা বাস্তবায়নই হবে আমার জীবনের লক্ষ্য। সবার আগে দেশ এ দেশের জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে আমি দৃঢ প্রতিজ্ঞ।” তিনি পিতার অসমাপ্ত কাজ ও সরিষাবাড়ীবাসীর সেবার অঙ্গীকার ব্যক্ত করে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
সরিষাবাড়ীতে মরহুম ব্যারিঃ সালাম তালুকদারের কন্যা সালিমা বেগম আরুনীর নির্বাচনী গনসংযোগ
 
                                        
                                        
                                
                             
                                    
                                    
                                         
                                    
                                    
                                         
                                    
                                    
                                         
                                    
                                
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ধানেরশীষ প্রতিকের দাবীদার ব্যারিষ্টার সালিমা বেগম আরুনী গনসংযোগ করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা বেগম আরুনী দিনব্যাপী গনসংযোগ করেন।
সকালে উপজেলার ৫নং পিংনা ইউনিয়নের পিংনা কেন্দ্রীয় জামেমসজিদ মোড় ও নরপাড়া এলাকায় তাকে বরণ করতে ফুলেল সংবর্ধনা জানানো হয়। পিংনা বাজার থেকে উৎসব মূখর পরিবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর বিশাল বর্ণাঢ়্য মোটরসাইকেল শোভাযাত্রায় শরিক হন। পিংনা ইউনিয়নের নরপাড়া মোড় ও আওনা ইউনিয়নের দৌলতপুর মোড়সহ বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক নারী পুরুষ সংবর্ধনা কালে পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন আরুনী। গনসংযোগ কালে আরও বক্তব্য রাখেন, মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সহধর্মিনী মাহমুদা সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান তালুকদার বাবু, সরিষাবাড়ী কলেজের সাবেক ভিপি শহীদুল্লাহ শহীদ প্রমূখ।
নেতাকর্মীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সালিমা বেগম আরুনী বলেন, “সরিষাবাড়ীর মানুষের প্রতি আমার পিতা সাবেক বিএনপি’র মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লীউন্নয়ন এবং সমবায় মন্ত্রানালয়ের মন্ত্রী প্রয়াত ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারএর যে ভালোবাসা ও স্বপ্নছিল, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানএর আদর্শে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানএর ৩১ দফা বাস্তবায়নই হবে আমার জীবনের লক্ষ্য। সবার আগে দেশ এ দেশের জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে আমি দৃঢ প্রতিজ্ঞ।” তিনি পিতার অসমাপ্ত কাজ ও সরিষাবাড়ীবাসীর সেবার অঙ্গীকার ব্যক্ত করে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
 
                         
                     
                                                                                         
                     
                     
                    
মন্তব্য