সরিষাবাড়ীতে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

সর্বমোট পঠিত : 322 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বিকেলে উপজেলার গাবতলী বাজার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেন সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জনসাধারণের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন। 

জামালপুরের সরিষাবাড়ীতে একাধিক স্থানে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯অক্টোবর) বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের আয়োজনে ৩ নং ওয়ার্ড গাবতলী বটতলা বাজার এলাকায় এ ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমানএর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহছেন উদ্দিন। 

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উপজেলা শাখার সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সংরক্ষিত মহিলা সদস্য শেফালী খাতুন, রাজা মিয়া, সেলিম মিয়া, জোহা প্রমুখ। এদিকে  বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) সকালে উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক সালাউদ্দিন সরকারএর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহছেন উদ্দিন। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হাবেল বক্তব্য রাখেন। 

বিকেলে উপজেলার গাবতলী বাজার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেন সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জনসাধারণের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি