নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগে যুবদল আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

সর্বমোট পঠিত : 58 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কারন দর্শানোর নোটিশের বিষয়ে আবু রায়হান মুহা. আল বেরুনি বলেন, আমি নিজেও সুনির্দিষ্ট কারণগুলো সম্পর্কে অবগত নই। জেলা নেতৃবৃন্দের সাথেও কথা হয়েছে তারাও বিষয়টা জানেন না। তবে সেন্ট্রাল নেতৃবৃন্দ অবশ্যই জানেন। আমি আমার দলের প্রতি শ্রদ্ধাশীল। আমি যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোন কাজ করে থাকি তাহলে সেন্ট্রাল নেতৃবৃন্দের কাছে আনিত অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ পাঠাবে এটাই সংগঠনের নিয়ম। আগামীকাল সেন্ট্রাল নেতৃবৃন্দের কাছ থেকেই বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানতে পারবো এবং সে অনুপাতে জবাব দিবো।

শ্রীবরদী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মুহা. আল বেরুনিকে সাংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগ তুলে কারন দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল। ৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে এই সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। এর পর চিঠিটি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে আলোচনা সমালোচনা শুরু হয়।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া চিঠিটি প্রেরণ করেন। নোটিশের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিজেই নিশ্চিত করেন আবু রায়হান মুহা. আল বেরুনি।

চিঠিতে বলা হয়, "আপনি উপজেলা যুবদলের আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করেছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায়, সংগঠন বিরোধী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামীকাল (৮ অক্টোবর) বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো।"

কারন দর্শানোর নোটিশের বিষয়ে আবু রায়হান মুহা. আল বেরুনি বলেন, আমি নিজেও সুনির্দিষ্ট কারণগুলো সম্পর্কে অবগত নই। জেলা নেতৃবৃন্দের সাথেও কথা হয়েছে তারাও বিষয়টা জানেন না। তবে সেন্ট্রাল নেতৃবৃন্দ অবশ্যই জানেন। আমি আমার দলের প্রতি শ্রদ্ধাশীল। আমি যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোন কাজ করে থাকি তাহলে সেন্ট্রাল নেতৃবৃন্দের কাছে আনিত অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ পাঠাবে এটাই সংগঠনের নিয়ম। আগামীকাল সেন্ট্রাল নেতৃবৃন্দের কাছ থেকেই বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানতে পারবো এবং সে অনুপাতে জবাব দিবো।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি