আটকদের আজ দুপুরে ঝিনাইগাতী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।’
শেরপুর সীমান্তে ভারতে পাচারকালে আটক ২৪





শেরপুরের গারো পাহাড়ের হলদিগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে পাচারকারীসহ ২৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে বিজিবি অভিযান চালিয়ে এদের আটক করে। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশি ১৮ নাগরিক ভারতের চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করে। পরে প্রত্যেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার জন্য দালাল চক্রের সাথে লেনদেন করে। সে অনুযায়ী তাদেরকে গারো পাহাড় এলাকায় আনা হয়। সোমবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলারের গজারী বাগান নামক স্থান হতে দুই পাচারকারী, ১৮ জন অনুপ্রবেশকারী ও ৪ জন সিএনজি চালকসহ ২৪ জনকে আটক করা হয়।
আটক ১৮ অনুপ্রবেশকারী সবাই রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তবে মানবপাচারকারী প্রধান হোতা নালিতাবাড়ী উপজেলার বরুঙ্গা এলাকার মহিদুল ইসলাম (৩০) পালিয়ে যায়। পাচারকারীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদরের কুদালকাটির আবুল হোসেনের ছেলে মিলন হক (৩৫) ও শেরপুরের নালিতাবাড়ীর বাতকুচীর মৃত আলাল উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩৬)।
আর অনুপ্রবেশকারীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ উপজেলার বার বশিয়া ঘনটলার মো. আনারুল ইসলামের ছেলে মো. মজিবুর রহমান (২৫), গোটাপাড়ার মামুন রশিদের ছেলে শাহরিয়ার ইমন (২১), মো. ইসতার আলীর ছেলে ওয়াহিদ (৩৮), মৃত মনজুর আলীর ছেলে মো. কুরবান আলী (৪৫), বাবুল আলীর ছেলে মো. মিঠুন আলী (২৭), আনিসুর রহমানের ছেলে জয়নুল হোসেন (৩০), ফারুক মিয়ার ছেলে ইব্রাহীম (৩৩), আলা উদ্দিনের ছেলে মো. মাহাবুর (৪৭), মহারাজ নগর ডালপাড়ার আনারুল ইসলামের ছেলে আখতারুল (২৯), বাঘর আলী বিশ্বাসপাড়ার আব্দুল বাসিরের ছেলে, মো. শাকিল (২৯), ইসলামপুরের মৃত তরিকুল ইসলামের ছেলে মো. ইয়াকুব আলী (৩০), চরবাগডাঙ্গার নুরুল ইসলামের ছেলে মো. তারিফ (২৭), সফিকুল ইসলামের ছেলে আসমাউল (১৮), গোটাত্তপাড়ার ছাত্তারের ছেলে মো. মামুন (৪০), গোদাগাড়ী উপজেলার লারেংপুরের পানিহারের আজাহারের ছেলে মো. আকবর (২৯), চরআসরাদাও গ্রামের শফিকুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (১৯), মতিহার উপজেলার মাসকাটাদিঘীর নূরুল হুদা ছেছে তৌফিক ওমর (২৩), নাটর সদরের কৈপারিকৃষ্ণপুরের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রতন আলী (৩৮)।
আটকদের আজ দুপুরে ঝিনাইগাতী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।’
মন্তব্য