উক্ত অভিযানে সন্ত্রাসী রিপনকে আটক করা হয়। এ সময় আটককৃত সন্ত্রাসীর বাড়ি তল্লাশী করে ০১টি ৭.৬মি:মি: পিস্তল, ০৫ রাউন্ড তাজা গোলা, ০১টি ম্যাগাজিন এবং ০৩টি মোবাইল উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসী খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ আসামি। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত অস্ত্র এবং সন্ত্রাসীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক





দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। আজ সোমবার (৬ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলাস্থ ফরমাশেখানা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে সন্ত্রাসী রিপনকে আটক করা হয়। এ সময় আটককৃত সন্ত্রাসীর বাড়ি তল্লাশী করে ০১টি ৭.৬মি:মি: পিস্তল, ০৫ রাউন্ড তাজা গোলা, ০১টি ম্যাগাজিন এবং ০৩টি মোবাইল উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসী খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ আসামি। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত অস্ত্র এবং সন্ত্রাসীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, জনজীবনের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিতে নৌবাহিনীর এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে
মন্তব্য