শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসার উন্নয়নের জন্য  আর্থিক সহায়তা প্রদান 

সর্বমোট পঠিত : 189 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, জনকল্যাণ ফাউন্ডেশনের একটি সামাজিক সংগঠন। এ সংগঠন ইতিপূর্বে অনেক সামাজিক কাজ করেছে। বিগত আওয়ামী সরকার সংগঠনের কাজে বাধা দিত আমরা পালিয়ে থেকেও কাজ করার চেষ্টা করেছি , বর্তমানে আমরা পুরোদমে কাজ শুরু করেছি। আমরা পর্যায়ক্রমে গরীব শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করবো, অভাবী মানুষদের চিকিৎসার ব্যায় ও বহন করবো আমরা।

​​​​​​​রিয়াদ আহাম্মেদ, শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের নির্দেশক্রমে পূর্ব ছনকান্দা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার ( ৪ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ছনকান্দা এলাকার দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান খোকন।

বিশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা নূরে আলম, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রঞ্জু, মাদ্রাসার সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কুরবান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোরশেদ আলম খুশু, সাবেক কমিশনার মহির উদ্দিন, জনকল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ নাজমুল হোসাইন, আইসিটি বিষয়ক সম্পাদক জিহান প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, জনকল্যাণ ফাউন্ডেশনের একটি সামাজিক সংগঠন। এ সংগঠন ইতিপূর্বে অনেক সামাজিক কাজ করেছে। বিগত আওয়ামী সরকার সংগঠনের কাজে বাধা দিত আমরা পালিয়ে থেকেও কাজ করার চেষ্টা করেছি , বর্তমানে আমরা পুরোদমে কাজ শুরু করেছি। আমরা পর্যায়ক্রমে গরীব শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করবো, অভাবী মানুষদের চিকিৎসার ব্যায় ও বহন করবো আমরা।

আলোচনা সভা শেষে মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের হাতে মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ দশ হাজার টাকা তুলে দেন‌ অতিথিরা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি