কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল সংলগ্ন এলাকায় চোনুয়া ফাঁড়ির সামনে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ মিটার জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
চট্টগ্রামে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে জালসহ ট্রলিং বোট জব্দ





চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে জালসহ ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল সংলগ্ন এলাকায় চোনুয়া ফাঁড়ির সামনে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ মিটার জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত জাল ও আর্টিসনাল ট্রলিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য