বগুড়ায় আদালত থেকে পালালো জোড়া হত্যা মামলার আসামি, জেলা জুড়ে তোলপাড়

সর্বমোট পঠিত : 401 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

জানা যায়, গত ৯ জুলাই দুপচাঁচিয়া জিয়ানগরের লক্ষ্মীমণ্ডপ গ্রামে ডাকাতির উদ্দেশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শশুর ও পুত্রবধূকে। সেই জোড়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলো রফিকুল ইসলাম যিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীও প্রদান করেছেন। যাকে নিয়মিত হাজিরার জন্য সোমবার সকালে দুপচাঁচিয়া-আদমদিঘী ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়েছিল। হাজিরা শেষে বিকেলে আদালতের হাজতখানা থেকে রফিকুলসহ মোট ৬০ জন আসামিকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার কোন এক সময় হ্যান্ডকাফ খুলে কৌশলে পালিয়ে যায় রফিকুল। যা দায়িত্বগত ৬ জন পুলিশ সদস্য বুঝতে পারে কারাগারে আসামি বুঝিয়ে দেয়ার সময় তখন ঘড়ির কাটায় বাজে আনুমানিক প্রায় পাঁচটা। 

বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে প্রিজন ভ্যানে যাওয়ায় সময় পালিয়েছে রফিকুল ইসলাম নামের জোড়া হত্যাকাণ্ডের এক আসামি। সোমবার বিকেল আনুমানিক ৪ টার দিকে আদালতের পুলিশি নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে আসামী পালানোর এই ঘটনা ঘটে যাতে জেলা জুড়ে মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, গত ৯ জুলাই দুপচাঁচিয়া জিয়ানগরের লক্ষ্মীমণ্ডপ গ্রামে ডাকাতির উদ্দেশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শশুর ও পুত্রবধূকে। সেই জোড়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলো রফিকুল ইসলাম যিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীও প্রদান করেছেন। যাকে নিয়মিত হাজিরার জন্য সোমবার সকালে দুপচাঁচিয়া-আদমদিঘী ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়েছিল। হাজিরা শেষে বিকেলে আদালতের হাজতখানা থেকে রফিকুলসহ মোট ৬০ জন আসামিকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার কোন এক সময় হ্যান্ডকাফ খুলে কৌশলে পালিয়ে যায় রফিকুল। যা দায়িত্বগত ৬ জন পুলিশ সদস্য বুঝতে পারে কারাগারে আসামি বুঝিয়ে দেয়ার সময় তখন ঘড়ির কাটায় বাজে আনুমানিক প্রায় পাঁচটা। 

এ প্রসঙ্গে বগুড়া আদালত পুলিশের কেউ কথা না বললেও জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন পলাতক রফিকুল ইসলাম ছিলেন দুপচাঁচিয়া চকপাড়ার নসির উদ্দিনের ছেলে এবং দুপচাঁচিয়ার আলোচিত জোড়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি। হাজিরা শেষে আদালতের হাজতখানা থেকে বিকেল অনুমান ৪টার পরে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় হ্যান্ডকাফ খুলে সে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে ইতিমধ্যেই তাদের একাধিক টিম অভিযান শুরু করেছে । এছাড়াও এই ঘটনার সুষ্ঠু তদন্তে ইতিমধ্যেই গঠন করা হয়েছে তিন সদস্যের একটি কমিটিও।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি