বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা

সর্বমোট পঠিত : 463 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তারেক রহমান সবসময় বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সেই মন্ত্রে বিশ্বাস করেই বিএনপি কাজ করছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আমরা আগের মতো এবারও পাশে থাকবো। উৎসবমুখর পরিবেশে যাতে পূজা অনুষ্ঠিত হয়, সেজন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।”

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বিএনপি। শনিবার বিকাল ৫টার দিকে শহরের টিএমএসএস মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তারেক রহমান সবসময় বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সেই মন্ত্রে বিশ্বাস করেই বিএনপি কাজ করছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আমরা আগের মতো এবারও পাশে থাকবো। উৎসবমুখর পরিবেশে যাতে পূজা অনুষ্ঠিত হয়, সেজন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।”

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেদ ও মাফতুন আহমেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন প্রমুখ।

সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, সোনাতলা উপজেলার বিকাশ কর্মকার, ধুনট উপজেলা সভাপতি অধ্যক্ষ বিকাশ কুমার সাহা, শাজাহানপুর উপজেলা সাধারণ সম্পাদক মানিক সরকার, সদর উপজেলা সাধারণ সম্পাদক নিত্যানন্দ দে, শিবগঞ্জ উপজেলা সভাপতি রাম নারায়ণ কানু, ইসকন বগুড়ার অধ্যক্ষ খরজিতা কৃষ্ণদাস, জয়গুরু আশ্রমের শ্রীমদ স্বামী ধর্মেশ্বানন্দ সরস্বতী মহারাজ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার, দীপক রায়, শেখর রায় প্রমুখ। মতবিনিময় সভায় ১২টি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ বছর বগুড়ার ১২টি উপজেলা মিলিয়ে মোট ৬৮১টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে যার মাঝে শুধু বগুড়া সদরেই অনুষ্ঠিত হচ্ছে ১১৯টি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি