স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসা নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

সর্বমোট পঠিত : 2,641 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা ক্যান্সারে আক্রান্ত। উপদেষ্টা হওয়ার আগে থেকেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। ক্যান্সার চিকিৎসার বিষয়ে ধারাবাহিকতা রক্ষা করতে হয়। বিষয়টি মানবিক, মানবিক দৃষ্টিতেই দেখা উচিত।’

ক্যান্সারের চিকিৎসা নিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সিঙ্গাপুর গিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা ক্যান্সারে আক্রান্ত। উপদেষ্টা হওয়ার আগে থেকেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। ক্যান্সার চিকিৎসার বিষয়ে ধারাবাহিকতা রক্ষা করতে হয়। বিষয়টি মানবিক, মানবিক দৃষ্টিতেই দেখা উচিত।’

স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, ‘আমি মনে করি দেশের চিকিৎসা ব্যবস্থা এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যাতে দুরারোগ্য রোগের চিকিৎসা দেশেই সম্ভব হয়। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা দেশের ওপর খুব বেশি নির্ভরশীল ছিলাম। চীনের সহযোগিতায় দেশে উন্নতমানের হাসপাতাল বানানো হচ্ছে।’

সোমবার দিবাগত রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আগামী ১৭ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টা ক্যান্সারের রোগী। তিনি আগেও চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেছেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি