ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বমোট পঠিত : 56 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উপদেষ্টা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হবে। এছাড়াও ডাকাতি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব যাত্রীর ছবি তুলে রাখা হবে বলেও জানান উপদেষ্টা।

ঈদের সময় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যদি ভাড়ার অভিযোগ থাকে, মালিকপক্ষকে জানাবেন বা শ্রমিকপক্ষকে জানাবেন অথবা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

উপদেষ্টা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হবে। এছাড়াও ডাকাতি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব যাত্রীর ছবি তুলে রাখা হবে বলেও জানান উপদেষ্টা। 

টার্মিনাল পরিদর্শনের সময় বিভিন্ন কাউন্টারের কর্মকর্তা-কর্মচারী এবং যাত্রীদের সাথেও মতবিনিময় করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি