ব্রাজিল তারকাকে আর্জেন্টিনার পারেদেস, ‘ম্যাচের আগে এত কথা বলা ঠিক না’

সর্বমোট পঠিত : 153 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আর্জেন্টিনা কোচ স্কালোনি বলেছেন, ‘আমি এর আগে সংবাদ সম্মেলনে বলেছিলাম, ওই মন্তব্যগুলোর গভীরে যেতে চাই না। আমি পরে আর সেগুলো দেখিওনি। আমি পরিস্থিতিটা বুঝতে পেরেছিলাম। ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের জন্য (বাড়তি রোমাঞ্চ জোগাতে) এমন কোনো মন্তব্য করার দরকার নেই। (ব্রাজিল অমন মন্তব্য করেছে বলেই) আমরা এভাবে খেলেছি, এরকমটা একদমই নয়। কেউ অমন কথা বলুক বা না বলুক, দুদল তাদের নিজস্ব স্টাইলেই খেলত।’

ম্যাচের আগে বড় বড় কথার ফুলঝুরি তুলেছিলেন ব্রাজিলিয়ানরা। এর মধ্যে রাফিনিয়া তো রীতিমতো হুংকার দিয়েছে জানিয়েছেন, মাঠে আর্জেন্টিনাকে ধসিয়ে দেবেন। ম্যাচের আগে এমন কথার লড়াইয়ে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার কাছে পাত্তাই পায়নি ব্রাজিল। বাংলাদেশ সময় আজ সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুয়েনস আইরেসের মনুমেন্তালে ব্রাজিলকে রীতিমতো পাড়ার দল বানিয়ে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই উঠে আসে রাফিনিয়ার ওই কথার প্রসঙ্গ। সে প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলেছেন, মাঠের খেলায় প্রমাণ করতে না পারলে ম্যাচের আগে এত কথা বলা উচিত না। আর্জেন্টিনা কোচ স্কালোনি বলেছেন, তিনি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছেন।

পারেদেসের ভাষায়, ‘ম্যাচের আগে এত কথা বলা উচিত না। যদি না সেটা মাঠের খেলা প্রমাণ করতে পার। ও (রাফিনিয়া) কথাটা বলার সঙ্গে সঙ্গেই আমরা তা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেই। আমরা (আর্জেন্টিনা) সবসময় মাঠেই জবাব দেই। আর হ্যাঁ, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।’

আর্জেন্টিনা কোচ স্কালোনি বলেছেন, ‘আমি এর আগে সংবাদ সম্মেলনে বলেছিলাম, ওই মন্তব্যগুলোর গভীরে যেতে চাই না। আমি পরে আর সেগুলো দেখিওনি। আমি পরিস্থিতিটা বুঝতে পেরেছিলাম। ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের জন্য (বাড়তি রোমাঞ্চ জোগাতে) এমন কোনো মন্তব্য করার দরকার নেই। (ব্রাজিল অমন মন্তব্য করেছে বলেই) আমরা এভাবে খেলেছি, এরকমটা একদমই নয়। কেউ অমন কথা বলুক বা না বলুক, দুদল তাদের নিজস্ব স্টাইলেই খেলত।’

রাফিনিয়ার মন্তব্য প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি। কারণ আমি নিশ্চিত যে, রাফিনিয়া কাউকে খোঁচানোর উদ্দেশ্যে ওই মন্তব্য করেনি। ও শুধু নিজের দেশকে এগিয়ে রেখেছে। কাউকে কষ্ট দেওয়ার জন্য বলেনি, এটা আমি নিশ্চিত।’

শুধু ম্যাচের আগেই যে বিতর্কিত মন্তব্য করেছেন, এমন নয়। ম্যাচেও আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে বেশ কয়েকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয় রাফিনিয়ার। তবে এসব নিয়ে মাথা না ঘামিয়ে মাঠের খেলা প্রসঙ্গেই কথা বলেছেন দে পল, ‘মাঠে আমাদের যেটা করার ছিল, সেটাই করেছি। অনেকদিন ধরে আমাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা কখনও কাউকে অসম্মান করিনি। আমরা বিশ্বের সেরা দল এবং মাঠে সেটা নিয়মিত প্রমাণ করছি। তাদের উচিত, আমাদের প্রাপ্য সম্মান দেখানো।’

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি