শেরপুরে ৩ ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার মেসার্স আল-আমিন জিগজ্যাগ অটো ব্রিকস-৩
সর্বমোট পঠিত : 138 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেরপুরে অর্ধ শতাধিক ইটের ভাটার মধ্যে ৩টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়াসহ ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শেরপুরে জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আসমা আক্তার। এ সময় প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

অভিযানকালে অবৈধভাবে ভাটা পরিচালনার জন্য সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার মেসার্স আল-আমিন জিগজ্যাগ অটো ব্রিকস-৩, যোগিনীমুরা এলাকার মেসার্স লিটন অটো জিগজ্যাগ ব্রিকস ও পশ্চিম ঝিনিয়া এলাকার মেসার্স জিহান ৪নং জিগজ্যাগ ব্রিকসের কিলিন বেকু দিয়ে ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। একইসাথে প্রতিটি ভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা ও ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি