সরিষাবাড়ী সেবা ও কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সর্বমোট পঠিত : 124 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সরিষাবাড়ী সেবা ও কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। 


জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় সেবা ও কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার সাতপোয়া ইউনিয়নের রৌহা বাজার ছাতারিয়া এলাকায় ২'শত কম্বল সংস্থার নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে  বিতরণ করা হয়। 

সরিষাবাড়ী সেবা ও কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। 

সেবা ও কল্যাণ সংস্থার সহ-সভাপতি হাফিজুর হাবিব সুকনএর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, ইউনিয়ন বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান সিদ্দিক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান স্বপন, সাবেক ইউপি সদস্য শাজাহান আলী, সেবা ও কল্যাণ সংস্থার সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার বাবু ও সাংগঠনিক সম্পাদক মোঃ ভাসানী মাস্টার প্রমুখ। 

এ সময় সংগঠনের যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ,দপ্তর সম্পাদক সেলিম মিয়া, প্রচার সম্পাদক জুয়েল মিয়া ও সদস্য আশরাফুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি