এ ব্যাপারে সরিষাবাড়ীতে সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত পত্র দিয়েছেন বলে জানান তিনি।
সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতির অভিযোগে বরখাস্ত
অবশেষে জামালপুরের সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেন।
বিদ্যালয়ের অভিযোগকারী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিযুক্ত শিক্ষক সূত্রে জানা যায় যে, সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক (ইংরেজী) মোস্তাফিজুর রহমান ও শিক্ষার্থীবৃন্দ প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এর বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে গত ২৮ আগস্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এর নিকট অভিযোগ দাখিল করেন। তার অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এ ছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীরা লিখিতভাবে অনাস্থা প্রস্তাবও দাখিল করেন। অভিযোগের আলোকে গত ৩রা সেপ্টেম্বর তারিখে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা সহ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। উক্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীনএর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২১ অক্টোবর তারিখে প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব পর্যালোচনা করে সন্তোষজনক না হওয়ায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় উল্লেখ করে গত ৪ নভেম্বর তারিখে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার প্রধান শিক্ষকের পদ থেকে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
এ ব্যাপারে সরিষাবাড়ীতে সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত পত্র দিয়েছেন বলে জানান তিনি।
মন্তব্য