অবসরের ঘোষণা সুয়ারেজের

সর্বমোট পঠিত : 22 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এই ঘোষণা দেয়ার সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। আগামী শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন উরুগুয়ের এই স্ট্রাইকার।


আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এই ঘোষণা দেয়ার সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। আগামী শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

২০০৭ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় সুয়ারেজের।

২০১০ বিশ্বকাপে সেমিফাইনাল ও পরের বছর উরুগুয়েকে কোপা আমেরিকা জেতাতে বিশাল এক অবদান রাখেন তিনি। তার ১৭ বছরের ক্যারিয়ারে ১৪২ ম্যাচে ৬৯ গোল করে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা এই স্ট্রাইকার।
প্যারাগুয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সুয়ারেজ বলেন, ‘দেশের হয়ে সেদিনই হবে আমার শেষ ম্যাচ। আমি ইনজুরির কারণে বা জাতীয় দলে ডাকবে না এই ভয়ে অবসর নিচ্ছি না। অবসর নেওয়ার এই সিদ্ধান্তটি আমাকে স্বস্তি দিচ্ছে এবং ব্যক্তিগতভাবে সহায়তা করছে। এটা কঠিন, তবে শেষ ম্যাচ পর্যন্ত নিজের সবটুকু দিয়েছি আমি। এটাই আমাকে মানসিক শান্তি দিচ্ছে। ’

‘আমার বয়স এখন ৩৭ এবং আমি জানি পরের বিশ্বকাপ খেলা আমার জন্য খুবই কঠিন। আমি খুবই ভাগ্যবান যে, জীবনে অনেক শিরোপা জিতেছি। তবে কোনো কিছুর বিনিময়েই আমি কোপা আমেরিকার শিরোপাকে হাতছাড়া করতে রাজি নই। আমার ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত এটি। আবারও বলছি, কোনো কিছুর সঙ্গে আমি এটা পরিবর্তন করতে রাজি নই। ’

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি