রাজধানীতে সকাল থেকে ঝুম বৃষ্টি

সর্বমোট পঠিত : 105 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

রাজধানীতে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আষাঢ়ের শেষ দিকে দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছে।


রাজধানীতে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আষাঢ়ের শেষ দিকে দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছে।

ঢাকার বিভিন্ন স্থানে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

পুরান ঢাকা থেকে শুরু করে গুলিস্তান, পল্টন, বনানী, মালিবাগ-রামপুরা, বাড্ডা, নতুন বাজার এলাকায় মুষলধারে বৃষ্টিতে হতে দেখা গেছে।

সাপ্তাহিক সরকারি ছুটির দিন হলেও বেসরকারি চাকরিজীবী কিংবা খেটে খাওয়া মানুষ যারা জীবিকার টানে ঘরের বাইরে বের হয়েছেন তারা পড়েছেন বৃষ্টির বিড়ম্বনায়।

বৃষ্টির কারণে রাস্তায় বের হয়ে অনেকে পড়ছেন সমস্যায়। যানবাহন উঠতে না পেরে অনেকে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশের ভবন ও দোকানগুলোতে।

রাজধানীর ভাটারা এলাকায় দেখা যায় রাস্তার পাশে আশ্রয়ের সন্ধানে অনেকে ছুটোছুটি করছেন। তবে বৃষ্টির শঙ্কায় যারা ছাতা নিয়ে বের হয়েছেন তারা কিছুটা স্বস্তিতে চলতে পারছেন।

এর আগে গত বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার (২৮ জুন) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি