গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে: আইজিপি

সর্বমোট পঠিত : 88 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

পরীমনির সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার (২৬ জুন) বিকেলে খুলনা পুলিশ লাইনসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।


পরীমনির সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার (২৬ জুন) বিকেলে খুলনা পুলিশ লাইনসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।

আইজিপি বলেন, পুলিশ কর্মকর্তাদের সম্পদের ব্যাপারে অনুসন্ধান চলছে। এ বিষয়ে গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও গণমাধ্যমকর্মীদের সাথে বৈঠক হয়েছে।

বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
এসময় পুলিশ কর্মকর্তাদের অনৈতিক কর্মকান্ডের বিষয়ে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান আইজিপি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি