মোংলায় ২৮২ শিশুকে উপহার দিল বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন

সর্বমোট পঠিত : 105 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মোংলায় মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, জয়মনি বিডি- ০৩৪৯ এর আয়োজনে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বাস্তবায়নে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


মোংলায় মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, জয়মনি বিডি- ০৩৪৯ এর আয়োজনে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বাস্তবায়নে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল রবিবার সকাল ১১টায় মোংলার চিলা ইউনিয়নের মধ্যজয়মনিতে প্রকল্পের নিজস্ব কার্যালয়ে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। প্রধান অতিথির পক্ষে উপহার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি রেভারেন্ড অঞ্জন মোশি বোস, ডিএস, চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ ইন্টারন্যাশনাল, দক্ষিণ জেলা।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু উন্নয়ন প্রকল্প, জয়মনি বিডি- ০৩৪৯ এর ব্যবস্থাপক মি. নিউক্লিয়াস সরকার। উপহার বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পি এফ মি. ফিলিমন হাজরা, এনসিএম কো-অর্ডিনেটর ও উপদেষ্টা কমিটির সভাপতি মিস্টার রিচার্ড হালদার।

অনুষ্ঠানে বার্ষিক অনুষ্ঠানের ইতিকথা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি রেভারেন্ড অঞ্জন মোশি বোস, ডিএস, চার্চ অব দ্যা ন্যাজ্যরীণ ইন্টারন্যাশনাল, দক্ষিণ জেলা।

এ সময় প্রকল্পের সুবিধাভোগী ২৮২ জন শিশুকে ২টি আরএফএল চেয়ার, ১টি রহমান ছাতা, ১টি আরএফএল পানির পট, ১টি জগ, ২টি হরলিক্স মিনি প্যাক, ১ পিস ডেইরী মিল্ক চকলেট, ১০০ গ্রাম ওজনের দুটি লাইফবয় সাবান, ২টি হুইল পাউডার (৫০০ গ্রাম), ৩টি এ-ফোর সাইজের খাতা ও দুটি কলম বিতরণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পালক পুরোহিত রেভা. টিটু গাইন, মিস্টার ডেভিড অধিকারী, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প শেলাবুনিয়া -০৩৩৬ এর ব্যবস্থাপক জেমস প্রবীর সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে মোংলার চিলা ও জয়মনি এলাকার স্থানীয় জনসাধারনের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের পক্ষ থেকে পানির প্লান্ট উদ্বোধন করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি