ময়মনসিংহে ভর্তুকি মূল্যে ৮ পণ্য বিক্রি করেছে চেম্বার অব কমার্স

সর্বমোট পঠিত : 57 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদকে সামনে রেখে ময়মনসিংহ নগরীতে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় করা হয়েছে। বুধবার সকালে নগরীর পন্ডিতবাড়ি এলাকায় কালি শঙ্কর গুহ রোডে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আমিনুল হক শামীম এর ব্যক্তিগত উদ্যোগে উপস্থিত ক্রেতাদের মাঝে ভর্তুকি দিয়ে বাজার অপেক্ষা কম মূল্যে ৮টি পণ্য ৮শ' টাকা প্যাকেজ দরে বিক্রি করা হয়।


সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদকে সামনে রেখে ময়মনসিংহ নগরীতে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় করা হয়েছে। বুধবার সকালে নগরীর পন্ডিতবাড়ি এলাকায় কালি শঙ্কর গুহ রোডে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আমিনুল হক শামীম এর ব্যক্তিগত উদ্যোগে উপস্থিত ক্রেতাদের মাঝে ভর্তুকি দিয়ে বাজার অপেক্ষা কম মূল্যে ৮টি পণ্য ৮শ' টাকা প্যাকেজ দরে বিক্রি করা হয়।

প্যাকেজের পণ্যসমূহের মাঝে ৩ কেজি পোলাও চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২৫০ গ্রাম গুড়াদুধ, ২শ' গ্রাম চিকন সেমাই, ১৫০ গ্রাম লাচ্ছা সেমাই, ৫ প্রকার গরম মসলা এবং ১পিছ বাজারের ব্যাগ ছিল। এই দামে পণ্য কিনতে পেরে সন্তুষ্টির কথা জানান স্থানীয় ক্রেতারা।

এ ধরনের উদ্যোগ সম্পর্কে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর সভাপতি আমিনুল হক শামীম বলেন, জনসাধারণের ঈদ আনন্দকে সহজলভ্য করতে নিজের দায়বদ্ধতা থেকে ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। যেন সাধারণ মানুষ নিজের পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারে।

গতকালের এই কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, চেম্বার অব কমার্স এর সিনিয়র সহসভাপতি শঙ্কর সাহা, ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য নিয়ামুল কবির সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি