বগুড়ার এক হাজার মানুষকে ইফতার করালেন আওয়ামী লীগ নেতা দুলু

সর্বমোট পঠিত : 16 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় এক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আছাদুর রহমান দুলু। শনিবার বিকেলে শহরের বনানী ষ্ট্যান্ডে প্রায় ৬'শ মানুষ আর শহরের কলোনী, গন্ডগ্রাম, ঝন্টুরমোড়, লতিফপুরসহ শাজাহানপুর থানার বিভিন্ন এলাকার ভাসমান আরো ৪ শতাধিক মানুষের মাঝে ঘুরে ঘুরে ইফতার বিতরণ করেন এই আওয়ামী লীগ নেতা।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় এক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আছাদুর রহমান দুলু। শনিবার বিকেলে শহরের বনানী ষ্ট্যান্ডে প্রায় ৬'শ মানুষ আর শহরের কলোনী, গন্ডগ্রাম, ঝন্টুরমোড়, লতিফপুরসহ শাজাহানপুর থানার বিভিন্ন এলাকার ভাসমান আরো ৪ শতাধিক মানুষের মাঝে ঘুরে ঘুরে ইফতার বিতরণ করেন এই আওয়ামী লীগ নেতা।

ইফতার বিতরণকালে আওয়ামী লীগ নেতা দুলু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন শিশুর মতো সরল ব্যক্তিত্ব, তার হাসিও ছিল শিশুর মতো; আর তাই সারা পৃথিবীর ভালোবাসা তার জন্য। ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। তার দূরদর্শী নেতৃত্বের কারণেই পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন উন্নত স্মার্ট বাংলাদেশের। আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা।

সেই লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। ব্যতিক্রমী এই আয়োজন প্রসঙ্গে এসময় দুলু আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা সদা সুবিধাবঞ্চিত মানুষের জন্যে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যায়। প্রতি বছরের ন্যায় তাই তিনি এবারো জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে তার সাধ্য অনুযায়ী ১ হাজার মানুষের মাঝে ভাল মানের ইফতার বিতরণ করেছেন যে ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখতে চান তিনি। মাহে রমজানে সমাজের সকল সামর্থ্যবান মানুষকে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্বার্ত আহ্বান জানান।

১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোরশেদুল আলম হিরুর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন স্বপনের সঞ্চালনায় বনানী স্ট্যান্ডে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. মামুন হোসেন, কামরুজ্জামান মাসুদ, আলী হায়দার টিক্কা, মহিদুল ইসলাম, সোহেল তানভীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সরকার, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, মাশরুক আল রহমান অরিত্র, অন্তর প্রমুখ।

ইফতার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি