মরহুম মানিক মিয়া স্মৃতি ডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সর্বমোট পঠিত : 234 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুর পৌর এলাকার খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবের উদ্যােগে মরহুম মানিক মিয়া স্মৃতি ডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


শেরপুর পৌর এলাকার খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবের উদ্যােগে মরহুম মানিক মিয়া স্মৃতি ডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে উত্তর গৌরীপুর মসজিদ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

​​​​​​​
খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মেরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোয়ারপাড় শাপলা চত্বরের জামিয়া মসজিদের সাধারণ সম্পাদক এমদাদুল হক মাস্টার।

শেরপুর জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক এডভোকেট আকরামুজ্জামান সহ অনেকই উপস্থিত ছিলেন।

উক্ত খেলায় অংশ গ্রহণ করেন, সিফাত স্মৃতি স্পোর্টিং ক্লাব, বাকরাসা বনাম বন্ধু একাদশ শেরপুর।

নির্ধারিত সময়ে কোনো গুল না হওয়ায় ট্রাইবেকারে মাধ্যমে জয়ী লাভ করেন বাকরাসা এলাকার, সিফাত স্মৃতি স্পোর্টিং ক্লাব।
পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রপি তুলে দেওয়া হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি