নকলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা

সর্বমোট পঠিত : 24 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরের নকলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


শেরপুরের নকলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সাদিয়া উম্মুল বানিন-এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন ও কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আইন শতভাগ বাস্তবায়নের ক্ষেত্রে সবপেশাশ্রেণী জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে অভিমত ব্যক্ত করেন। এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সকলকে বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারনা বাড়ানোর পরামর্শ প্রদান করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের, সরকারি হাজী জালমামুদ কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আলতাফ আলী, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, গনপদ্দী ইউপির চেয়ারম্যান শামছুর রহমান আবুল, নকলা ইউপির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক (ফারুক), উরফা ইউপির চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো, বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বতসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগন, ইউপি সচিব ও উদ্যোক্তাগন, উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন ও জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রস্কফোর্স কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি