শেরপুরের ঝিনাইগাতীতে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত দুই দিন ব্যাপী

সর্বমোট পঠিত : 70 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২৪অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২৪অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১২ফেব্রুয়ারি সোমবার ছিল এ প্রশিক্ষণের শেষ দিন।সমাপনি দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা মো.হুমায়ুন দিলদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ও আলোচক হিসেবে আলোচনা করেন,পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন।

এসময় অন্যান্যদের মাঝে অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার সহ ৬০জন কৃষক-কৃষাণী ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।দু'দিনব্যাপী এ প্রশিক্ষণে ৬০জন কৃষক-কৃষাণীকে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি