জাপানে প্রীতি ম্যাচ খেললেও হংকংয়ে ইন্টার মিয়ামির হয়ে ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। এ নিয়ে কয়েক দিন ধরে দেশটিতে তোলপাড় চলছে। চোটের কারণে হংকংয়ে খেলতে পারেননি মেসি।
মেসি খেলেননি, দর্শকদের টিকিটের টাকা ফেরত
সর্বমোট পঠিত :
44 বার
জাপানে প্রীতি ম্যাচ খেললেও হংকংয়ে ইন্টার মিয়ামির হয়ে ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। এ নিয়ে কয়েক দিন ধরে দেশটিতে তোলপাড় চলছে। চোটের কারণে হংকংয়ে খেলতে পারেননি মেসি।
মেসি না খেলায় তীব্র সমালোচনা ও প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত দর্শকদের টিকিটের ৫০ শতাংশ অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে হংকংয়ের ম্যাচের আয়োজকরা।
মেসি না খেলায় কাল হংকংয়ের ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে টিকিটের অর্ধেক অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে আয়োজক ট্যাটলার এশিয়া।
মেসির খেলা দেখার আশায় চড়া দামে (৬৪০ ডলার) টিকিট কেটেছিলেন প্রায় ৪০ হাজার দর্শক।
মন্তব্য