শ্রদ্ধা নিবেদন শেষে কোস্টগার্ড মহাপরিচালক সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে মেরিটাইম ফোর্স হিসেবে কোস্টগার্ড সরকারের সহযোগী হিসেবে কাজ করবে। এছাড়াও চলমান রোহিঙ্গা ইস্যু নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রিয়াল এডমিরাল এরশাদ আলী।
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে কোস্টগার্ড মহাপরিচালকের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ও এসপি, এনপিপি, এনডিসি, পিএসসি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় কোস্টগার্ডের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন। অতঃপর সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ও ৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। পরে মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে কোস্টগার্ড মহাপরিচালক সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে মেরিটাইম ফোর্স হিসেবে কোস্টগার্ড সরকারের সহযোগী হিসেবে কাজ করবে। এছাড়াও চলমান রোহিঙ্গা ইস্যু নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রিয়াল এডমিরাল এরশাদ আলী।
এসময় কোস্টগার্ড সদর দপ্তরের গোয়েন্দা পরিচালক ক্যাপ্টেন এম সুমন হায়দার, কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কিবরিয়া হক ও কোস্টগার্ড সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য