রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকারী আটক সুজনকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত। এর আগে সুজনকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় ভাটারা থানা পুলিশ।
হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকারী সুজন রিমান্ডে





রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকারী আটক সুজনকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত। এর আগে সুজনকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় ভাটারা থানা পুলিশ।
রোববার(২৪ডিসেম্বর)শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভাটারা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, সুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় (সন্দেহজনক) গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে সন্দেহভাজন হিসেবে সুজনকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে ভাটারা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সুজন ফরিদপুর সদরপুর উপজেলার চর চাঁদপুরে থেকে এসেছিলেন। তিনি শনিবার এভারকেয়ার হাসপাতালে ঢুকে বিএনপি চেয়ারপারসনের কেবিনে প্রবেশের চেষ্টা করেছিলেন।
ভাটারা থানার ওসি মাইনুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন জানিয়েছেন, ম্যাডামের সঙ্গে ছবি তোলার ইচ্ছা ছিল তার। তাই তিনি কেবিনের সামনে ঘোরাফেরা করছিলেন। তিনি কেন এভারকেয়ার হাসপাতালে এলেন এবং কেনইবা তিনি খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য