কোথায়, কখন, কীভাবে দেখবেন ব্যালন ডি'অর অনুষ্ঠান

সর্বমোট পঠিত : 50 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অপেক্ষার অবসান হচ্ছে আজ। রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসছে ব্যালন ডি'অরের ৬৭তম আসর। প্যারিসের থিয়েটার দু শ্যাটেলেটে রাতে গত মৌসুমের বর্ষসেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে ব্যালন ডি'অর।


অপেক্ষার অবসান হচ্ছে আজ। রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসছে ব্যালন ডি'অরের ৬৭তম আসর। প্যারিসের থিয়েটার দু শ্যাটেলেটে রাতে গত মৌসুমের বর্ষসেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে ব্যালন ডি'অর।

আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা থেকে রেড কার্পেটে উপস্থিত হতে শুরু করবেন ফুটবলাররা।

এরপর থেকে চলবে অনুষ্ঠান। থাকবে অন্যান্য সব পুরস্কারের ঘোষণা। এদিন নারী বর্ষসেরা ফুটবলার, নারী ও পুরুষ বিভাগে সেরা কোচ, তরুণ খেলোয়াড়দের কেপা ট্রফি এবং গোলরক্ষকদের জন্য থাকবে লেভ ইয়াসিন ট্রফি। এছাড়া সেরা স্ট্রাইকার এবং মাঠের বাইরের অবদানের জন্য থাকবে সক্রেটিস ট্রফি।
ধারণা করা হচ্ছে, রাত ২টা নাগাদ জানা যাবে ব্যালনজয়ী ফুটবলারের নাম। যার দৌড়ে এবারও এগিয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। গত বছর আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের পেছনে মুখ্য ভূমিকা রাখার রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি'অর উঠছে মেসির হাতে, ইউরোপিয়ান গণমাধ্যমগুলো অন্তত এ কথাই জানাচ্ছে

কখন শুরু অনুষ্ঠান
সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা

কোথায়, কীভাবে দেখা যাবে
ব্যালন ডি'অর সেরেমনি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও অনলাইনে দেখা যাবে সনি লিভ প্লাটফর্মে। এর বাইরে লেকিপের ইউটিউব চ্যানেলে দেখা যাবে ব্যালন ডি’ অরের পুরো অনুষ্ঠান।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি