”শেখ রাসেল দীপ্তময়,নির্ভীক নির্মল দুর্জয়”প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পতিা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে সারাদেশের ন্যায় বুধবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
গাইবান্ধা শেখ রাসেল দিবসে জয় এসইটি সেন্টারের উদ্বোধন





”শেখ রাসেল দীপ্তময়,নির্ভীক নির্মল দুর্জয়”প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পতিা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে সারাদেশের ন্যায় বুধবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কর্মসূচীর মধ্যে সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,বর্ণাঢ্য র্যালী, কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধণী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার,শেষে উপজেলা পর্যায়ে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চূয়ালি জয় এসইটি সেন্টারের উদ্বোধন ঘোষণার পর স্থানীয়ভাবে জয় এসইটি স্মাট সেন্টারের ফলক উম্মোচন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান, পৌর মেয়র গোলমা সরোয়ার প্রধান বিপ্লব,উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সহ সভাপতি সাইফুল্যার রহমান চৌধুরী তোতা,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,থানার ওসি তদন্ত দিবাকর অধিকারি,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক দুদু,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা।
এছাড়াও উপজেলার ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষার্থী শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য