বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় শ্রীবরদী থানার আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস।
শ্রীবরদীতে পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা





শেরপুরের শ্রীবরদীতে পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম ও পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ'র বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় শ্রীবরদী থানার আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস।
ওসি (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুর সভানেত্রী সানজিদা হক মৌ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সোহেল মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, এস আই সাইফুল মালেক, এস আই জহুরা খাতুন, এ এস আই বিপুল রহমান, পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য