শুরুতেই ৪ উইকেট নেই আফগানদের

সর্বমোট পঠিত : 164 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ওয়ানডেতে ঘরের মাঠে সিরিজ হারের স্মৃতি ভুলতেই বসেছিল বাংলাদেশ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে দুর্লভ সেই স্বাদ পাওয়ার পর এখন হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তবে আজকের ম্যাচের শুরুতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে আফগানিস্তান।


ওয়ানডেতে ঘরের মাঠে সিরিজ হারের স্মৃতি ভুলতেই বসেছিল বাংলাদেশ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে দুর্লভ সেই স্বাদ পাওয়ার পর এখন হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তবে আজকের ম্যাচের শুরুতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে আফগানিস্তান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় তথা সর্বশেষ ম্যাচটি শুরু হয়েছে দুপুর দুটায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৮.২ ওভারে ৪ উইকেটে ১৫ রান।

দ্বিতীয় বলেই উইকেট, তারপর তিনটি ডট আবারও উইকেট। শরিফুলের এক ওভারের গল্প এটি। আগের ম্যাচে আফগান ওপেনিং জুটি থেকে এসেছিল ২৫৬ রান। তবে আজ তাদের উদ্বোধনী জুটি ভেঙে গেল মাত্র ৩ রানেই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান শরিফুলের বলে ব্যাট চালিয়ে খোঁচা দিয়েছেন, উইকেটের পেছনে বাকি কাজটা সহজেই সারেন মুশফিকুর রহিম। ৬ বলে ১ রান করে সাজঘরে ফিরেছেন ইব্রাহিম।

ইব্রাহিম জাদরানের পর উইকেটে এসে থিতু হতে পারলেন না রহমত শাহ। শরিফুলের বাড়তি বাউন্সের বলে এজড হলেন। ৪ বলে কোনো রান না করেই ফিরলেন তিনি। এক ওভারে দুই উইকেট নিয়ে শুরুতেই আফগানিস্তানকে চাপে ফেলে দিয়েছেন শরীফুল।

বাংলাদেশ দলে তিন পরিবর্তন

চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন পেসার এবাদত হোসেন। শেষ ওয়ানডের দল থেকে বাদ দেওয়া হয়েছে হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানকে। তাদের জায়গায় দলে ফিরেছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ :-লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

বিশ্রামে রশিদ খান

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই। হোয়াইটওয়াশের মিশনে এবার রশিদ খানকে বিশ্রামে রেখেছে আফগানিস্তান। এছাড়া প্রথম দুই ম্যাচ খেলা পেসার সেলিম সাফিও নেই আজ। তাদের জায়গায় অভিষেক হচ্ছে আব্দুল রহমান ও জিয়া আকবরের।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, জিয়া আকবর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও জিয়া আকবর।

টস

টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে সফরকারী আফগানিস্তান। ধবলধোলাই এড়ানোর মিশনে শুরুতে ফিল্ডিং করবে বাংলাদেশ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি