নেত্রকোণা সীমান্তে সুপারি পাচারকালে গুলি, নিহত ১

সর্বমোট পঠিত : 40 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ ব্যাপারে নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মিডিয়া লুৎফর রহমান জানান, সীমান্তে সংঘর্ষ হয়ে গুলাগুলিতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।


সুপারি পাচারকালে নেত্রকোণার দুর্গাপুর বারোমারি ক্যাম্পের কালো পাহাড় এলাকায় বিজিবির গুলিতে আমিনুল ইসলাম (৩০) নামের এক চোরকারবারি শ্রমিক নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে জায়দুল নামের আরও এক চোরাচালান ব্যবসায়ী (৩৮)। শুক্রবার রাতে দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

এ সময় চোরকারবারিদের হামলায় বারোমারি বিওপির হাবিলদার মো. মিনহাজ উদ্দিন (৫৩) আহত হওয়ায় আত্মরক্ষাতে দুই রাউন্ড গুলি ছুড়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুর রহমান পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের অভ্যন্তরে সংঘবদ্ধ একটি চোরাকারবারি দল সুপারি বস্তা মাথায় করে অবৈধভাবে ভারতে পাচার করছিল।

বিজিবি’র টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালালে আত্মরক্ষাতে দুই রাউন্ড গুলি ছুড়ে বিজিবি।

এ সময় ঘটনাস্থল থেকে আহত আমিনুলকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ও আহত জায়দুল হাবিলদার মিনহাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এছাড়াও ঘটনাস্থল থেকে ৭ বস্তা সুপারি জব্দ করে বিজিবি।

যদিও নিহত ও আহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিজিবিকে ম্যানেজ করে চোরাচালান হয়ে আসলেও চুক্তির সাথে মিল না থাকার জেরেই গুলি ছুড়েছে বিজিবি।

এ ব্যাপারে নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মিডিয়া লুৎফর রহমান জানান, সীমান্তে সংঘর্ষ হয়ে গুলাগুলিতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি