আর্জেন্টিনার জার্সিতে গোলের সেঞ্চুরি মেসির

সর্বমোট পঠিত : 108 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে তৃতীয় ফুটবলার হিসেবে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।


ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে তৃতীয় ফুটবলার হিসেবে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আজ বুধবার ভোরে কুরাসাওয়ের বিপক্ষে দলের পক্ষে প্রথম গোলটি করে আর্জেন্টিনার জার্সি গায়ে গোলের সেঞ্চুরি করলেন মেসি। ম্যাচের ২০ মিনিটে ডান পায়ের শটে কুরাসাও গোলরক্ষক এলোয় রুমকে পরাস্ত করে ইতিহাস গড়েন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে মেসির আগে শততম গোলের রেকর্ড আছে ইরানের আলী দাই এবং পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। ১৯৮ ম্যাচে সর্বোচ্চ ১২২ গোল রোনালদোর। সবার আগে গোলের সেঞ্চুরি করা দাই অবসর নেওয়ার আগে ১৪৮ ম্যাচে করেন ১০৯ গোল।

ফিফা প্রীতি ম্যাচে স্তাদিও ইউনিকো মাদরে দে সিউদাদেসে গোলের সেঞ্চুরির রেকর্ডটি মাথায় নিয়েই খেলতে নামেন মেসি। ১৩তম মিনিটেই মাইলফলকটি স্পর্শ করতে পারতেন তিনি। তবে গনজালো মন্টিয়েলের বাড়ানো বলে তার নেওয়া ডান পায়ের জোরালো শট ঠেকিয়ে দেন রুম। সে যাত্রায় পারলেও ২০ মিনিটে পারেননি তিনি। জিওভানি লো সেলসোর বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জালে পাঠান মেসি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি