বিচি ছাড়া লেবু

বিচি ছাড়া লেবু
সর্বমোট পঠিত : 99 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বিজ্ঞানীরা বীজবিহীন বারোমাসি বিনালেবু-১ চাষে সফলতা পেয়েছেন। ময়মনসিংহসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে এ লেবুর বাম্পার ফলনে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। সারা দেশে চাষি পর্যায়ে এই লেবুর জাত ছড়িয়ে দেয়া হচ্ছে।

বিনা সূত্রে জানা যায়, উন্নত মানের এই লেবুর জাতটি উদ্ভাবন করেছেন বিনার বিজ্ঞানী ও উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. রফিকুল ইসলাম। ভিয়েতনামের একটি স্থানীয় জাত থেকে জার্মপ্লাজম সংগ্রহ করে দীর্ঘ সময় গবেষণার পর মেলে সফলতা। আশানুরূপ ফলন হওয়ায় সফল হচ্ছেন অনেক উদ্যোক্তা এবং চাষাবাদে আগ্রহী হচ্ছেন কৃষকরা।


আরও জানা যায়, এই লেবুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি বারো মাসই ফলন দেয়। এটি সুগন্ধিযুক্ত এবং বীজবিহীন। অন্যান্য লেবুর তুলনায় এ জাতের লেবুতে রস ও ভিটামিন-সির পরিমাণ বেশি। প্রতিটি গাছে প্রতি মৌসুমে ২৫০ থেকে ৩০০ লেবু হয়। চারা রোপণের ১০ থেকে ১১ মাস বয়সে লেবু পাওয়া যায়। একটি গাছ ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত লেবু দিয়ে থাকে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি