পারফেক্ট পাবলিক স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বমোট পঠিত : 180 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরের নকলায় পৌর শহরের প্রাণ কেন্দ্র মধ্য বাজারে অবস্থিত পারফেক্ট পাবলিক স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।


শেরপুরের নকলায় পৌর শহরের প্রাণ কেন্দ্র মধ্য বাজারে অবস্থিত পারফেক্ট পাবলিক স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিকেলে পারফেক্ট পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুজ্জামান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর।

এতে পারফেক্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ওমর ফারুকসহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ১০টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা আনন্দের সাথে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান জাকজমকভাবে সমাপ্ত হয়।

এসময় পারফেক্ট পাবলিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: খসরু, সেকেন্ডারি ইনচার্জ হাফিজুর রহমান, স্কাউট প্রশিক্ষক ক্বারী আতিকুর রহমান, ক্রীড়া শিক্ষক হাফিজুল হাসান, নকলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি