হজ প্যাকেজ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি: ধর্ম মন্ত্রণালয়

সর্বমোট পঠিত : 103 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

হজের প্যাকেজ কমানোর কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আদালতের নির্দেশনার কোনো আর্জির কপি আমরা মন্ত্রণালয় এখনও পায়নি বলেও জানানো হয়েছে।


হজের প্যাকেজ কমানোর কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আদালতের নির্দেশনার কোনো আর্জির কপি আমরা মন্ত্রণালয় এখনও পায়নি বলেও জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। এতে বলা হয়, পরবর্তীতে যদি নতুন কোনো সিদ্ধান্ত হয় সেটা তখন জানাবে মন্ত্রণালয়।
আগের প্যাকেজ অনুযায়ী আজকেই শেষ হচ্ছে হজের নিবন্ধন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি হিসেবে এখন পর্যন্ত নিবন্ধন করেছে ৯ হাজার ৫৬৯ জন। বেসরকারিভাবে ৯১ হাজার ২৪৬ জন। দু'টো মিলেই বাকি আছে ২৫ হাজার ৪৮০ জন। আজকেই এদেরকে টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে ব্যাংকে গিয়ে। নিবন্ধনের সময় বাড়ানো হবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি