'বিএনপির আমলে কাজের অভাবে মোংলা ছেড়ে গেছে শ্রমিকরা' --- কেসিসি মেয়র খালেক

সর্বমোট পঠিত : 58 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, "বিএনপির আমলে জাহাজ না আসায় মোংলা বন্দরের শ্রমিকদের কোন কাজ ছিল না। ছেলেমেয়ে পরিবার নিয়ে এখানে বসবাস করার মত সুযোগ মোংলার শ্রমিকদের ছিল না। ৫ বছর ক্ষমতায় থাকার পরও মোংলার উন্নয়নে কোনো পদক্ষেপ নেয় নাই বিএনপি। নদীতে নাব্যতার অভাবে এ বন্দরে জাহাজ আসতে পারে নাই। বিএনপি সরকারের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল মোংলা বন্দর।"


খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, "বিএনপির আমলে জাহাজ না আসায় মোংলা বন্দরের শ্রমিকদের কোন কাজ ছিল না। ছেলেমেয়ে পরিবার নিয়ে এখানে বসবাস করার মত সুযোগ মোংলার শ্রমিকদের ছিল না। ৫ বছর ক্ষমতায় থাকার পরও মোংলার উন্নয়নে কোনো পদক্ষেপ নেয় নাই বিএনপি। নদীতে নাব্যতার অভাবে এ বন্দরে জাহাজ আসতে পারে নাই। বিএনপি সরকারের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল মোংলা বন্দর।"

১৩ মার্চ সোমবার বেলা ১১টায় মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝি-মাল্লা সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুস সালাম, মাঝি-মাল্লা সংঘের সাধারন সম্পাদক মো. রেজাউল করিম নান্নু প্রমূখ।

কেসিসি মেয়র তালুকদার খালেক আরো বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সালে আওয়ামিলীগ সরকার গঠনের পর মোংলা বন্দরে ড্রেজিংসহ ইপিজেড, ইন্ডাস্ট্রি, শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ১৪ বছরে মোংলা বন্দরের অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আজকে ইপিজেডে ৭ হাজারের বেশি নারী শ্রমিক কাজ করে। এখানে নারী পুরুষের ব্যাপক কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে আরো বাড়বে। কেউ বেকার থাকবে না।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ইব্রাহিম হোসেন,   আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোল্লা তারিকুল ইসলাম তারেক, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর কাউন্সিলর মো. শরিফুল হাওলাদার, জিএম আলামিন, বাহাদুর মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান তালুকদার, মহিলালীগ নেত্রী জাহানারা হোসেন চানু প্রমূখ।

অনুষ্ঠানে মাঝি-মাল্লা সংঘের নেতৃবৃন্দ সমিতির নিজস্ব ভবন নির্মাণের জন্য বন্দর কর্তৃপক্ষের জায়গা বরাদ্দ পেতে সহায়তা করার জন্য কেসিসি মেয়রের প্রতি আহ্বান জানান।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি