মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের শেষ চালানের মালামাল

সর্বমোট পঠিত : 80 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সরকারের অধিক গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রোরেলের শেষ চালানের কোচ ও ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ভেনাস ট্রাম্প। ১২ মার্চ রবিবার বিকেলে ৪টি রেলওয়ে কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে।


সরকারের অধিক গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রোরেলের শেষ চালানের কোচ ও ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ভেনাস ট্রাম্প। ১২ মার্চ রবিবার বিকেলে ৪টি রেলওয়ে কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে।

এমভি ভেনাস ট্রাম্পের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৮ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের ৪টি রেলওয়ে কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটিতে কোচ ও ইঞ্জিনসহ ৭৮ প্যাকেজের ৩৫৬ দশমিক ৮৬১ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি রয়েছে। জাহাজ থেকে এ সব পণ্য খালাসের পরপরই নদী পথে লাইটার জাহাজে করে পাঠানো হবে ঢাকায়। এরপর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে এগুলো নেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, পদ্মা সেতু হওয়ায় দেশের যেকোন অঞ্চল থেকে মোংলা বন্দরে যাতায়াত সহজ হয়েছে। বন্দরের সক্ষমতাও বেড়েছে। যা আরও বাড়াতে মাষ্টারপ্লান করা হয়েছে। আপগ্রেডেশন অব মোংলা পোর্ট প্রকল্পের আওতায় নতুন বিল্ডিং, টার্মিনাল, ওয়ার্কসপ তৈরির জন্য ইতিমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৭/৮ মিটার জাহাজ এখন বন্দরে প্রবেশ করছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি