১০০ টাকায় খেজুর, পঞ্চাশে ছোলা বিক্রি শুরু

সর্বমোট পঠিত : 65 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

পবিত্র রমজান মাস সামনে রেখে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ -টিসিবির কার্ডধারীদের ভর্তুকীমূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। এতে প্রতি কেজি খেজুর ১০০ টাকা ও প্রতি কেজি ছোলা ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।


পবিত্র রমজান মাস সামনে রেখে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ -টিসিবির কার্ডধারীদের ভর্তুকীমূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। এতে প্রতি কেজি খেজুর ১০০ টাকা ও প্রতি কেজি ছোলা ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে রাজধানীর নির্দিষ্ট পয়েন্টগুলোতে টিসিবির এ কার্যক্রম শুরু হয়। প্রথম পর্বে ৬০ টাকায় এক কেজি চিনি, কেজি ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, লিটার ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, কেজি ৫০ টাকা দরে এক কেজি ছোলা বিক্রি হবে।

অর্থাৎ ফ্যামিলি কার্ডধারী একজন প্রথম পর্বে এক কেজি চিনি, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল এবং দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। ঢাকা মহানগরীর কার্ডধারীরা এর পাশাপাশি ১০০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন।

রাজধানীর তেজগাঁও তিব্বত মোড় সংলগ্ন টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, রমজান মাস হওয়ায় প্রতি পরিবার ২ বার পাবে টিসিবির ছয়টি পণ্য। এর ফলে নিম্ন আয়ের ৪/৫ কোটি মানুষ উপকৃত হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি