কাল শুরু শেরপুরে প্রথম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

এ উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সর্বমোট পঠিত : 214 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উল্লেখ্য, এ টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার ফুটবল দল অংশ নিচ্ছে। আগামী ৯ মার্চ এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কাল শুরু হতে চলছে শেরপুরে প্রথম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩। এ উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এসময় জেলা প্রশাসক বলেন, শেরপুরে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ শুরু হতে যাচ্ছে। এ টুর্নামেন্ট আয়োজনে করবে জেলা প্রশাসন ও সার্বিক সহযোগিতা প্রদান করবে জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে সোনায় মোড়ানো ট্রফি ও ১ লাখ টাকা এবং রানারআপ দল পাবে সিলভারে মোড়ানো ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি।

প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু প্রমুখ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত তুলি, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সানাউল মোর্শেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ সরকারসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার ফুটবল দল অংশ নিচ্ছে। আগামী ৯ মার্চ এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি