না ফেরার দেশে চলে গেলেন শ্রীবরদীর খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা বীর প্রতিকবার জহুরুল হক মুন্সি

সর্বমোট পঠিত : 106 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সবাই কে চোখের জলে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী, সমাজসেবক,কবি ও সাংবাদিক আলহাজ্ব বীর প্রতিকবার কমান্ডার জহুরুল হক মুন্সি। ৫ ই ফেব্রুয়ারি রবিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বিভাগীয় শহর ময়মনসিংহে চিকিৎসা নিতে যাওয়া অবস্থায় তারাকান্দা এলাকায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না...... রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর। তিনি ৩ পুএ ১ কন্যা সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।


সবাই কে চোখের জলে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী, সমাজসেবক,কবি ও সাংবাদিক আলহাজ্ব বীর প্রতিকবার কমান্ডার জহুরুল হক মুন্সি। ৫ ই ফেব্রুয়ারি রবিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বিভাগীয় শহর ময়মনসিংহে চিকিৎসা নিতে যাওয়া অবস্থায় তারাকান্দা এলাকায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না...... রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর। তিনি ৩ পুএ ১ কন্যা সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

৬ ই ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় তার নিজ জন্মভূমি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ সরকার বাড়িতে প্রথম জানাজা নামাজ এবং বেলা আড়াই টার সময় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় জানাযার নামাজ শেষে তাকে খামারিয়া পাড়া মহল্লার নিজ বাস ভবনে দাফন করা হয়।

জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শ্রীবরদী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও মানবাধিকার সংগঠন আমাদের আইন শ্রীবরদী উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ নিয়ে তিনি একাধিক কবিতা লিখেন। তিনি শতাধিক কবিতা রচনা করেন। ময়মনসিংহ থেকে প্রকাশিত সাপ্তাহিক পরিধি পত্রিকায় সাংবাদিকতা করেন দীর্ঘদিন যাবৎ।

তার অকাল মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো জাকির হোসেন এমপি, জাতীয় সংসদের হইপ মো আতিউর রহমান আতিক এমপি, শেরপুর ৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, শেরপুরের পুলিশ সুপার মো কামরুজ্জামান বিপিএম, জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো ফারুক আহমেদ চৌধুরী, শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো হুমায়ুন কবির রুমান।

শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, শেরপুর ৩ আসনের সাবেক এমপি মো মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, শেরপুর জেলা জাতীয় পাটির সভাপতি ইলিয়াজ উদ্দিন চেয়ারম্যান, শ্রীবরদী আওয়ামী লীগের সাধারন সম্পাদক সালাহ উদ্দিন সালেম, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু সালেহ মো নুরল ইসলাম হীরো।

আওয়ামী লীগ নেতা মোহসিনুল বারী রুমি, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি