শ্রীবরদীতে একদিন ব্যাপী উদ্বুদ্ধ করণ কর্মশালা অনুষ্ঠিত

সর্বমোট পঠিত : 124 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

" ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট "। এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে এক দিনব্যাপী উদ্বুদ্ধ করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের সহযোগিতায় শ্রীবরদী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সোমবার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


" ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট "। এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে এক দিনব্যাপী উদ্বুদ্ধ করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের সহযোগিতায় শ্রীবরদী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সোমবার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পরিকল্পিত পরিবার গঠন ও কৈশর, গর্ভধারন প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কর্মশালায় অংশ গ্রহণ করেন উপজেলা ও তদনিম্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি।

কর্মশালায় ফ্যাসিলেটর হিসেবে নানা বিষয় তুলে ধরে বক্তব্য দেন শেরপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রায়হানুল ইসলাম।

শ্রীবরদী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ জলিল, ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, আজকের পত্রিকার শ্রীবরদী প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, শ্রীবরদী হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা খাদেমুল ইসলাম, নিকাহ রেজিষ্টার আবু তাহের, শিক্ষক ইউসুব আলী প্রমূখ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি